কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং চোলাই মদসহ গ্রেফতার ৩
আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) শেখ আসাদুল আহমেদ ওরফে সাদ্দাম(৩২), পিতা-শেখ আব্দুস সালাম, সাং-৬/১, বড় বয়রা মধ্যপাড়া মসজিদ রোড, থানা-খালিশপুর; ২) মোঃ আল আমিন শেখ ওরফে জুম্মান(৩০), পিতা- মোঃ আকরাম শেখ, সাং-মোজাহিদপাড়া ২নং গলি, থানা-লবণচরা এবং ৩) মোঃ রবিউল ইসলাম রব্বানী(২৬), পিতা-মৃত: খলিলুর রহমান, মাতা-ফাতেমা বেগম, শ্বশুড়-আইনুল হক কান্তারী, সাং-পিপলস্ পাঁচতলা কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১৮ আগষ্ট শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।