শেরপুরে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৬

0
114

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:সারাদেশের মতো এক যোগে ১৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শেরপুর জেলার পাঁচ উপজেলায় এইচএসসি বাংলা প্রথম পত্রের মধ্যে দিয়ে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

এবছর শেরপুর জেলায় এইচএসসি ৩২টি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৪৬১ জন। এর মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন ৩৬ জন অনুপস্থিত ছিলেন। আর এসব পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৪২৫ জন অংশগ্রহণ করেছে।

শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত এইচএসসি নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শেরপুর জেলা সদর সহ পাঁচ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় তার মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৮ হাজার ৭০৭ জন, কারিগরী শিক্ষা বোর্ডের অধীন বিএম ভোকেশনাল পরীক্ষার্থী ৫ হাজার ৭৭৯ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম ৯৭৫ জনসহ ১৫ হাজার ৪৬১ জন পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও সেখানে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। বাকী ১৫ হাজার ৪২৫ জন তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

জেলায় পরীক্ষা চলাকালীন সময়ে বহিস্কারের কোন খবর পাওয়া যায়নি। এতে কোন অপৃত্তিকর ঘটনা ঘটেনি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরীক্ষা কেন্দ্রে বরাবরের মত নিয়োজিত থাকায় শান্তিপূর্ণভাবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।