ঘোড়াঘাটের আদিবাসী নেতা মি: জর্জ হেম্ব্রম আর নেই

0
109

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আদিবাসী নেতা মি: জর্জ হেম্ব্রম আর নেই। সে ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা বলেন, জর্জ হেম্ব্রম মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে আবার সুস্থ হতেন। আজকেও তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিবারের পক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন জানান, আগামীকাল শুক্রবার বেলা ১২ টায় তার নিজ বাস ভবন উপজেলার পাল্লোপাড়া গ্রামে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। প্রার্থনা সভার পর স্বর্গীয় জর্জ হেম্রমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।