দিনাজপুর

ঘোড়াঘাটে এইচএসসি পরিক্ষায় অনুপস্থিত ২৩ জন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি এইচএসসি পরিক্ষায় বাংলা ১ম পত্র বিষয়ে অনুপস্থিত ছিল ২৩ জন । বৃহস্পতিবার এইচএসসি কেন্দ্র ঘোড়াঘাট সরকারি কলেজে বাংলা ১ম পত্র বিষয়ে মোট পরিক্ষার্থী ছিল ৪শ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিল ২৩জন। ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজে বাংলা ১ম পত্র বিষয়ে মোট পরিক্ষার্থী ছিল ২৯২ জন। এদের মধ্যে কেউ অনুপস্থিত ছিল না।

অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এসএম মনিরুল ইসলাম জানান, সুষ্ঠু ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র ২টি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসান। এসময় তার সাথে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ্া অফিসার আব্দুস সাত্তার সরকার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button