ফুটবল

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সা কোচ জাভি

গেতাফের বিরুদ্ধে লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া বার্সেলোনা কোচ জাভি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। লিগ কর্তৃপক্ষ আজ এই ঘোষনা দিয়েছে।

রোববার গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে টাচলাইনে অশোভন আচরণের দায়ে জাভিকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচটির প্রথমার্ধে বার্সেলোনা উইঙ্গার রাফিনহাও কনুই দিয়ে আঘাতের কারনে লাল কার্ড পেয়ে মাঠত্যাগে বাধ্য হয়েছেন। ম্যাচ শেষের ২০ মিনিট আগে রেফারিংয়ের একটি সিদ্ধান্ত নিয়ে চতুর্থ অফিসিয়ালের সাথে অশোভন আচরন করে ডাগ আউট ছাড়েন জাভি। রেফারি সিজার সোটো গ্রাডো তার রিপোর্টে জানিয়েছেন এর আগেও তিনি জাভিকে সতর্ক করেছিলেন। কিন্তু তারপরও একই ধরনের আচরণ বারবার করে যাচ্ছিলেন জাভি।

লাল কার্ডের কারনে জাভি ও রাফিনহা রোববার কাডিজের বিরুদ্ধে ও ২৭ আগস্ট ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচ দুটিতে মাঠে থাকতে পারছেন না।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button