রাজধানী

শাহজালালে অজ্ঞান পার্টির এক সদস্য গ্রেপ্তার

মনির হোসেন জীবন-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির দুর্ধর্ষ এক সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।

এপিবিএন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মো: মামুন (৩১)। সে কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এয়ারপোর্টে রাতের বেলায় যাত্রীবেশে শিকারের আশায় ঘুরে বেড়ানো সময় মামুনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় অজ্ঞান পার্টির সদস্য মো: মামুনকে গ্রেপ্তার করে এপিবিএন পুলিশ।

ঘটনার বিবরণ ও এপিবিএন সূত্রে জানা যায়, গত ৬ এবং ১৩ আগস্ট অজ্ঞান পার্টির দুইটি অভিযোগ আসে এয়ারপোর্ট এপিবিএন অফিসে। দুইটি অভিযোগেই একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সাথে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রতারক মামুনের গন্তব্য জেনে নেয়। এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সাথে যাওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত মামুন। আস্থা অর্জন করে যাত্রী অজিত সরকারকে জ্যুস পান করান এবং এতে করে ভুক্তভোগী জ্ঞান হারান। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সকল মালামাল হারিয়েছেন।

সূত্র আরো জানান, এছাড়া গত ১৩ আগস্ট আরো এক প্রবাসীর অভিযোগ পায় এয়ারপোর্ট এপিবিএন। যাত্রী ইয়াসিন আরাফাত ৮ আগষ্ট দোহা থেকে ঢাকা ফেরার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সকল অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এপিবিএন পুলিশ। তদন্তে মো: মামুনকে (৩১) অভিযুক্ত অজ্ঞান পার্টির সদস্য হিসেবে শনাক্ত করে এপিবিএনের অপারেশন টিম। এর পর জাল বিছিয়ে অপেক্ষা করা হচ্ছিল মামুনের। গতকাল দিবাগত রাত ১০ টার দিকে অভিযুক্ত মামুনকে আবারো যাত্রী বেশেই বিমানবন্দরের অভ্যন্তরে ঘোরাঘুরি করতে দেখে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মোহাম্মদ জিয়াউল হক জানান, আটক হওয়ার সময় নিজেকে যাত্রী দাবী করছিলেন মামুন। এ সময় যাত্রীর মত ব্যাগ বহন করতে দেখা যায় তাকে। কিন্তু বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর নিজের অপকর্মের কথা স্বীকার করতে বাধ্য হয় মামুন।

তিনি আরো জানান, বিদেশ ফেরত দুই যাত্রী অজিত সরকার এবং ইয়াসিন আরাফাত দুইজনকেই সে নিজে অজ্ঞান করে মালামাল নিয়ে সটকে পড়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button