ঢাকা জেলার সিভিল সার্জনের পক্ষে ধামরাইয়ে পশুর হাটে মাস্ক ও জনসচেতনতায় লিফলেট বিতরণ

0
89

রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি : বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য ও প্রাকৃতিক দুর্যোগ বন্যায় সাধারণ মানুষের করণীয় বিষয়ে জনসচেতনতায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য ধামরাই পৌরসভার একমাত্র গরু-ছাগলের হাটে পশু ক্রেতা – বিক্রেতাদের মাঝে মাস্ক ও জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে ।

আজ শুক্রবার (৩১শে জুলাই) ধামরাই উপজেলার ঢুলিভিটায় ধামরাই পৌরসভার একমাত্র গরু-ছাগলের কোরবানির হাটে আমিন মডেল টাউনের কাাঁচা বাজারে ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ মাইনুল আহসান মহোদয়েের পক্ষে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম জনগণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক লিফলেট বিতরণ করেন ।