খুলনা

নানা আয়োজনে জিএমএফ’র উদ্যোগে বঙ্গবন্ধু’র শোক দিবস পালিত

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শোকাবহ পরিবেশে বেসরকারী আর্থসামাজিক উন্নয়ন সংস্থা গসপেল মুভমেন্ট ফাউন্ডেশন স্মরণ করেছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৷ দিনটি ছিল জাতীয় শোক দিবস ৷ম

ঙ্গলবার নগরীর বয়রাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কোরআান খতম ও দোয়া অনুষ্ঠানের পর বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বার কাউন্সিলের সদস্য বিশিষ্ট আইনজীবী এ্যাড. আব্দুল কুদ্দুস। গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জে বি মুন্না’র সভাপতিত্বে ও সংস্থার পাবলিক রিলেশন কো অডিনরেট মারুফ হোসেনের সঞ্চালনায় শোকাহত ১৫ আগস্ট এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক বাসুদেব মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ কর্মী ও সংগঠক ডেভিট সরকারসহ সংস্থার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button