ফুটবল
নতুন রেকর্ড মেসির
নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া লিওনেল মেসি গড়লেন নতুন এক কীর্তি। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে টানা ষষ্ঠ ম্যাচে গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তার এই গোলটাই ঢুকে গেছে রেকর্ডবুকে।
ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করে মায়ামি।
ম্যাচের ২০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৩২ মিটার দূর থেকে আচমকা বুলেট গতির শটে বল জালে জড়ান তিনি।
আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এদিনের গোলটিই মেসির ক্যারিয়ারে সব থেকে দূর থেকে করা গোল।
এর আগে ২০১৮ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে ৩১.৭ মিটার দূর থেকে গোল করেছিলেন মেসি। তবে সেই গোলটি ছিল ফ্রি-কিক থেকে।
মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যেন উড়ছেন মেসি। মেজর লিগ সকালের দলটির হয়ে ৬ ম্যাচে তার গোল হলো ৯টি।