রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে গ্রেপ্তার তিন বুলগেরিয়ান

0
88

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তাররা বুলগেরিয়ার নাগরিক। তারা রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে তারা কোনও মন্তব্য করেনি।