ফরিদপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

0
76

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের লীগের আয়োজনে সিএন্ডবি ঘাটে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহদি হাসান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, কোতয়ালী থানা ছাত্র লীগের সভাপতি শাহিনুর রহমান সোহান প্রমুখ।

বক্তরা বলেন, ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। তবেই শোকের মাসের আলোচনা সভা সফল হবে।