চিতলমারীর বড়বাড়িয়ায় জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

0
143

সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আওয়ামী লীগ নেতা এম,এ খসরু আম্মেদের উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ২ টায় দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

এ সময় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিপ্লব, আওয়ামী লীগ নেতা সেলিম রেজাসহ দলীয় নেতা-কর্মী বৃন্দ।