কেএমপি’র অভিযানে গ্রেফতার ৫

0
129

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজারস্থ কাঁচা বাজারের পিছনে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় জুয়াড়ি ১) মোঃ মিলন কাজী(২২), পিতা-মোঃ দেলোয়ার কাজী; ২) মোঃ ইয়াছিন শেখ(২৪), পিতা-সাইফুল সরদার; ৩) মোঃ মেহেদী হাসান(২৩), পিতা মোঃ জাকির; ৪) মোঃ সুমন শেখ(২১), পিতা-রবিউল শেখ, সর্ব সাং-হরিণটানা রিয়াবাজার, থানা-লবনচরা, খুলনা মহানগরীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১২৪/২০২৩, তারিখ-১১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

এছাড়া গত ১১/০৮/২০২৩ সন্ধ্যা অনুমান ৭ টা ৪৫ মিনিটের সময় লবণচরা থানা পুলিশের অপর একটি টিম কর্তৃক অভিযান চালিয়ে উক্ত থানাধীন বান্দাবাজার এলাকা হতে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ , ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/৪২৭/৫০৬(২) পেনাল কোড এর আসামী ৫) মোঃ ইলিয়াস হোসেন(৫৩), পিতা-মৃত: মোসলেম আলী হাওলাদার, সাং-৬৩/৪ লবণচরা সুইচ গেইট, থানা-লবণচরা, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ৫) মোঃ ইলিয়াস হোসেন(৫৩) কুখ্যাত সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত’র সহযোগী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১২ আগষ্ট শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।