পুতিনের বাসভবনের কাছে ভয়াবহ আগুন

0
151

রাশিয়ার রাজধানী মস্কোতে ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন এবং ভনুকোভো বিমানবন্দরের মধ্যে একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাশিয়ার জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর তাস নিউজের।

জরুরি পরিষেবা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর পশ্চিমে একটি শহর ওডিনসোভোতে ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন এবং ভনুকোভো বিমানবন্দরের মধ্যে একটি গুদামে আগুন লেগেছে।

নোভো-ওগারিওভোতে পুতিনের বাসভবন থেকে চার মাইল দূরে গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর সময় প্রায় মধ্যরাত পর্যন্ত, আগুনের আকার ছিল দুই হাজার মিটার।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে মস্কোর কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটে। পশ্চিম ও দক্ষিণ দিক থেকে আসা ড্রোনগুলো মস্কোর কাছে বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়। এর আগে গত সপ্তাহে ইউক্রেনে আরও ১১টি ড্রোন মস্কোর আশপাশে আঘাত হানে। তবে ক্ষতির বিষয়ে কোনো খবর জানা যায়নি।