ঘোড়াঘাটে জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান

0
117

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ভার্চুয়ালী মাননীয় প্রধানমন্ত্রী কৃর্তক চতুর্থ ধাপে (২য় পর্যায়) জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করেন ঘোড়াঘাট উপজেলা প্রশাসন।

বুধবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, ওসি তদন্ত এনামুল হক, উপজেলা মৎস্য অফিসার মোঃ রিয়াজ মোর্শেদ রনজু, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও মোঃ কবিরুল ইসলাম প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ মাহমুদুল হাসান বলেন, এর আগে ৪র্থ ধাপের প্রথম পর্যায় পর্যন্ত ১৮৮৭ টি উপকারভোগী পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সেমিপাকা বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এ ধাপে ঘোড়াঘাট উপজেলায় কোন উদ্বোধন যোগ্য ঘর ছিল না। তবে প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন কারনে কেউ যদি ভূমিহীন হয়, তাহলে ২০২৫ সালের মধ্য যাচাই-বাচাই পূর্বক ব্যবস্থা নেয়া হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোড়াঘাট উপজেলাসহ দিনাজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন।