অক্টোবরের শেষে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

0
177

মে‌ট্রো‌রে‌লের আগারগাঁও থেকে ম‌তি‌ঝিল পর্যন্ত ট্রেন চলবে অক্টোবরের শেষের দিকে। বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথের নির্মাণকাজ শেষ হচ্ছে অক্টোবরের মাঝামাঝিতে। এর কয়েক দিন পরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। অক্টোবরের শেষ সপ্তাহে যখন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে।

এম এ এন ছিদ্দিক জানান, প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হবে। এজন্য দুই মাস সময় লাগবে। জানুয়ারির দিকে সব স্টেশনে ট্রেন থামবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমীন উল্লাহ নূরী বলেন, আমরা আশা করছি আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেলের পথ নির্মাণের কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপর প্রধানমন্ত্রী যেকোনো দিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।