ঘোড়াঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
88

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার ট্রাইবেকারে সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৫০০ কে ০-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেঁচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খোদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু হানিফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শেষে সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড়, রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।