রানীশংকৈলে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

0
64

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার( ভুমি) ইন্দ্রজিৎ সাহা,থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম,আবুল হোসেন, আব্দুল বারি,আবুল কাশেম,আতিকুর রহমান বকুল,জিতেন্দ্রনাথ বর্ম্মন,মতিউর রহমান,শিক্ষা অফিসার রাহিমউদ্দিন ও বেলাল হোসেন,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, কৃষি অফিসার শহিদুল ইসলাম। এছাড়াও প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী সহ অন্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে শেখ কামালের জীবনের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন।