অবশেষে বর্ধিত মূল্যেই জিরা খালাস শুরু করেছে হিলি বন্দরের ব্যবসায়ীরা

0
119

হিলি প্রতিনিধিঃ অবশেষে বর্ধিত শুল্কায়ন মূল্যেই ভারত থেকে আমাদানিকৃত জিরা খালাস শুরু করেছে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মৌখিক নির্দেশে জিরার শুল্কায়ন মুল্যা প্রতি টন ১ হাজার ৮৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৫শ মার্কিন ডলার নির্ধারণ করে।

এতে ক্ষতির আশঙ্কায় গত ২৫ জুলাই থেকে জিরা গুলো খালাস বন্ধ রাখে ব্যবসায়ীরা। ফলে বন্দরে আটকা পড়ে ভারত থেকে আমাদানি করা ১ হাজার ৩শ মেট্রিক টন জিরা।

হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট সোহেল রানা বলেন, বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কাস্টমসের বিভিন্ন দপ্তরে দেন দরবার করেও কোন ফল না হওয়ায় অবশেষে বর্ধিত শুল্কায়ন মূল্যেই আমাদানি কৃত জিরা গুলো খালাস শুরু করে ব্যবসায়ীরা।