ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সাবেক কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র পালের পরলোকগমন

0
108

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ ধামরাই পৌরসভার বড় বাজার মহল্লার নিবাসী নারায়ণ চন্দ্র পাল পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (১ আগষ্ট) সকাল সাড়ে এগারোটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি পরিনত বয়সে রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইহলোকের মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে , পরলোকগমন করেছেন।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যু কালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ আত্নীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর জ্যৈষ্ঠ ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক,কলা ও মানবিকী অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. অসিত বরণ পাল,কনিষ্ঠ পুত্র ধামরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব পাল। মৃত্যুর পর ধামরাই মহাশ্নশানে তার শবদেহের দাহ ক্রিয়াদি শেষকৃত্য সুসম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি ও ধামরাই বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ প্রয়াতের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনা করেছেন।