হিলিতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু, খুশি নিম্ন আয়ের মানুষ

0
137
হিলিতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

হিলি প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরমেয়র জামিল হোসেন।

এবারে ৪৭০টাকা প্যাকেজ মুল্যে ২ লিটার করে সয়াবিন তেল, ১০টাকা কমিয়ে ৬০টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল বিক্রয় করা হচ্ছে। এবারই প্রথম ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বর্তমান বাজার থেকে মুল্যের চেয়ে কম দামে পণ্য পেয়ে দারুন খুশি নিন্ম আয়ের মানুষজন। উপজেলায় ১০হাজার ৫৭১জন টিসিবির কার্ডধারী মানুষের মাঝে সুলভ মুল্যে এই পণ্য বিক্রয় করা হচ্ছে।