হাইকোর্টের এক বেঞ্চে বিচারপতিদের ‘মাই লর্ড’ বলতে মানা

0
81

আদালতে বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ব্রিটিশ প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক দ্বৈত বেঞ্চ। এক্ষেত্রে বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর লর্ডশিপস’ এর স্থলে ‘ইয়োর অনার’ সম্বোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিষয়ে এক নোটিশ জারি করেছেন হাইকোর্টের বিজয়-১৭ আদালত কর্তৃপক্ষ। আদালতের সব আইনজীবী ও শুনানিতে উপস্থিত ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী হবে। নোটিশে আদালতে কোনো মামলা শুনানির সময় বিচারপতিকে মাই লর্ড বা লর্ডশিপ বলতে মানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

এ সময় আদালত বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে’। একই সঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে কোর্ট কক্ষের বাইরে এই নোটিশ টানাতে নির্দেশ দেন। আইনজীবী জামিউল হক ফয়সাল তখন শুনানি করছিলেন।