বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ফরিদপুর এফ ৩২ ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

0
1137

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ এর MBBS এফ ৩২ ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই দুপুরে মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার থিয়েটারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো:মোস্তাফিজুর রহমান।

এছাড়াও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সমীর কুমার সাহা সহ অন্যান্য কর্মকর্তারাউ ফুল কলম দিয়ে নবীনদের শুভেচ্ছা অভিনন্দন জানান। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো:মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা:মো:এনামুল হক, উপাধ্যক্ষ অধ্যাপক ডা দিলরুবা জেবা,নিরাপদ শিক্ষা পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ডা: এটিএম ফরিদ উদ্দিন,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ও বয়েজ হোস্টেল প্রোভোস্ট সহযোগী অধ্যাপক ডা: শফিক উর রহমান,ছাত্রী হোস্টেলের প্রোভস্ট ডা: মোছা: নাজনীন সরকার, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান,সহকারী অধ্যাপক ডা: কমল চন্দ্র দাস, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: জোবায়ের মাহমুদ খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম।

অনুষ্টানের প্রধান সমন্বয়ক ছিলেন ইশতিয়াক আহমেদ অর্ণব- ৫ম বর্ষের ছাত্র পরিনিধি এবং ফিল্ম এন্ড মিউজিক সোসাইটির সভাপতি।

উপস্থাপনায় ছিলেন,৩য় বর্ষের ফারহান,বুশরা, মাহমুদুল,ঐশী, অয়ন বৃষ্টি, আনান,তাসফিয়া। স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, এফ ৩১(২য় বর্ষের) ব্যাচ এর শিক্ষার্থীরা।

এছাড়াও অভিভাবকদের মধ্য থেকে তিনজন তাদের বক্তব্য তুলে ধরেন। থমথমে এক আবেগগন পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি ও peoplesnews24.com এর সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা। তিনি তার বক্তব্যে নতুনদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ peoplesnews24.com এর সম্পাদক প্রকাশক নাজমা সুলতানা নীলার মেয়ে রিযওয়ানা ইসলাম সুমাইয়া এই বছরের MBBS এর ছাত্রী, আগামীকাল থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু।