ডিবি কার্যালয়ে যাচ্ছেন হিরো আলম

0
174

হামলাকারী শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যাচ্ছেন হিরো আলম। তিনি নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হিরো আলম জানান, ডিবি কার্যালয়ে যাবেন তিনি। তাকে হামলাকারী শনাক্ত করতে যেতে বলেছে ডিবি।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরায় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।