ঘোড়াঘাটে উপকারভোগীদের নিয়ে গ্রাম বিকাশের ওরিয়েন্টেশন

0
70
দিনাজপুরের ঘোড়াঘাটে উপকারভোগীদের নিয়ে গ্রাম বিকাশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপকারভোগীদের নিয়ে উপজেলা পর্যায়ে সেবা সমূহ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে ওসমানপুর গ্রাম বিকাশ কের্ন্দের প্রসপারিটি প্রকল্পের আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, প্রকল্পের সন্বয়কারী ফিরোজ আহমেদ।
এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা, সহকারী সার্জন নুর ই আজমির ঝিলিক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, মোছাঃ আয়শা সিদ্দিকা, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে,সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন প্রমুখ।