নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়, ক্লাসে ফিরে যান : শিক্ষামন্ত্রী

0
153
ফাইল ছবি।

জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এরই মধ্যে আজ বুধবার (১৯ জুলাই) আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নির্বাচনের আগে তাদের জাতীয়করণ সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষকদের কর্মসূচি বন্ধ করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন দীপু মনি। এ সময় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনের মৌসুম এলেই তারা (বেসরকারি শিক্ষকরা) এমন দাবি তোলেন। বৈশ্বিক যে আর্থিক অবস্থা, তা বিবেচনায় নিলে এত বড় আর্থিক দায় এখন কাঁধে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।’

আলোচনায় ডা. দীপু মনি বলেন, ‘আমরা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করব। গঠিত দুটি কমিটি বিদ্যালয়গুলোর জাতীয়করণ সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে একটি কমিটি আর্থিক সম্ভাব্যতা এবং অন্যটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করে দেখবে।’

শিক্ষকদের বিরাট একটি অংশ তো আন্দোলনে নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলন করছে ছোট একটি অংশ। যারা আন্দোলনে নেই তারাও তাদের সহকর্মীদের বিষয়টি বুঝিয়ে বলবেন। আসলে যে কোনো আন্দোলন চলমান থাকলে একটা পর্যায়ে সেটি আর মূল আন্দোলনকারীদের হাতে থাকে না। সেখান থেকে নাশকতার আশঙ্কাও থাকে। আজকে যারা আন্দোলনে আছেন, তারা কি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? যদি না পারেন, তাহলে বলবো, এমন পরিস্থিতির দিকে বিষয়টিকে নিয়ে যাবেন না। আপনারা ঢাকা থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, ক্লাসে ফিরে যান।’

এদিকে, শিক্ষকদের কর্মসূচি চলবে নাকি বন্ধ হবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অভ্যন্তরীণ বৈঠকে বসেছেন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা। এ বৈঠকে অংশ নিয়েছেন বিটিএর জেলা, মহানগর ও অঞ্চল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা। বৈঠক শেষে তারা ব্রিফ করবেন।