ঈদকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশে জাল নোটের কারবারি ও প্রতারক চক্রের সদস্যরা সক্রিয় হয়েছে

0
77

এস,এম,মনির হোসেন জীবন : ঈদুল আযহা ও কোরবানী পশুর বেঁচাকেনার হাঁটকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে সক্রিয় রয়েছে জাল টাকা ব্যবসায়ী, চোরাকারবারি, জাল নোট ও জাল ডলার তৈরী সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা।
রাজধানীসহ সারা দেশে প্রায় ২০টি দল বা চক্র জাল টাকা ও রুপি তৈরি করে থাকে বলে এমন তথ্য পেয়েছে আইনশৃংখলা বাহিনী। এই চক্রের সক্রিয় সদস্যরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে একটি বিশাল সিন্ডিকেটের মাধ্যমে নিজস্ব এজেন্ট দিয়ে কোরবানির পশুর হাট, বিপণীবিতানে জাল টাকা ছড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে এই সংঘবদ্ধ জাল টাকা তৈনী প্রতারক চক্রের সদস্যদেরকে ধরার জন্য আইনশৃংখলা বাহিনী বেশ তৎপরসহ সাড়াশী অভিযানে নেমেছে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ সহ দেশের আইনশৃংখলা বাহিনী। খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্থ্য তথ্য সুত্রের।

আইনশৃংখলা বাহিনী প্রাপ্ত তথ্য সুত্রে জানা গেছে, গত ২৮ জুন রাজধানীর মিরপুর ও বসুন্ধরায় জাল টাকার কারবারিদের দলের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন জাল টাকা, ভারতীয় রুপি ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। প্রায় পৌনে ৪ কোটি টাকার সমপরিমাণ ১০০০ টাকার জাল নোট এবং ৫০০ ও ২০০০ রুপির জাল নোট পাওয়া যায়। এগুলো ঈদে বাজারে ছাড়া হতো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। চলতি মাসে রাজধানীর ধানমন্ডি, বাসাবো, মিরপুর, তেজগাঁও, উত্তরাতেও জাল টাকার সন্ধান পাওয়া যায়। জাল নোট চক্রের প্রধান সেলিমসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় ২০টি দল বা চক্র জাল টাকা ও রুপি তৈরি করে থাকে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় জানাতে চায় না আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে তিনজন কারাগারে আছে। বাকিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও তারা জাল টাকার বিস্তারের কাজে সক্রিয়। তাদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পশুর হাট ও বিপণীবিতানগুলোতে জাল নোট শনাক্তের মেশিন বসানো হয়েছে। অপরাধী চক্র কোথায় অবস্থান করছে বা করতে পারে তা প্রযুক্তির মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে।
জাল টাকা তৈরির সঙ্গে এক ব‌্যক্তি নাম প্রকাশ না করার শর্তে গনমাধ্যমকে জানান, ১০০ টাকার আসল নোট গরম পানিতে সিদ্ধ করা হয়। তার ওপর আধুনিক যন্ত্রের সাহায্যে জলছাপ মেরে ১ হাজার টাকার নোটের রূপ দেওয়া হয়। তারা যেকোনো উৎসবকে লক্ষ‌্য করে বেশি সক্রিয় হয়। নিজস্ব নেটওয়ার্ক দিয়ে জাল নোট ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন স্থানে। এই চক্রে নারী সদস্যও আছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক লেফটেন‌্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গনমাধ্যমকে বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ও ব্যস্ততার সুযোগ নিয়ে অসাধু চক্র দেশব্যাপী জাল টাকা ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কোরবানির পশুর হাটে লেনদেনের ক্ষেত্রে জাল টাকার ব‌্যবহার হতে পারে। এজন্য হাটের ভেতর সাদা পোশাকে এবং বাইরে পোশাকধারী র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন থাকবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন গনমাধ্যমকে বলেন, প্রতারকরা গরুর ব্যাপারীদের টার্গেট করে থাকে। টাকা লেনদেনের সময় মানুষকে সতর্ক হতে হবে। জাল টাকা চক্রের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চক্রের মূল হোতাদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটের বান্ডিল একটি নির্দিষ্ট মূল্যে কিনে নেয় এজেন্টরা। পরে তারা ক্রেতা সেজে কিংবা টাকা ভাঙানোর ছলে জাল নোট ছড়িয়ে দেয়।
গত ২২ জুলাই রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করে (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। অনলাইন প্রতারণার অভিযোগে তাদেরকে আটক করা হয়। তারা হলেন- আলবার্ট ইকেচুকু (৩১), মোছাঃ নুপুর খাতুন (২৩) ও ওকে চুকু (২৮)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত ও মোবাইল ফোন এবং ল্যাপটপ এবং প্রচুর ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়।

এবিষয়ে সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ নাজমুল ইসলাম বিপিএম বলেন, এই চক্রটি গত দুই বছরে কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে।এ বিষয়ে পল্লবী থানায় সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে।
গত ১৮ জুলাই বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার বাংলাদেশী জাল নোট ও নোট তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলম হোসেন (২৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে লামু (৩২) ও মোঃ রুবেল (২৮)। এসময় তাদের নিকট হতে বাংলাদেশী ১০০০ ও ৫০০ টাকা নোটের ৩৫ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি যেমন- ১টি ল্যাপটপ, ১টি লেমিনিটিং মেশিন, ২টি কালার প্রিন্টারসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস গনমাধ্যমকে বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে এই চক্রটি জালনোট তৈরি করে আসছিলো। কোরবানির পশুর হাট, শপিংমল ও অন্যান্য আর্থিক লেনদেনের সময় কৌশলে বাজারে জাল নোট ছেড়ে দেয় এই চক্রের সদস্যরা। এ কাজে তারা সহযোগি হিসেবে সহায়তা নেয় হাবিব মোল্যা, জিবন, মজিবুর ও রানা নামের চার ব্যক্তির কাছ থেকে। এসব সহযোগিদের বিরুদ্ধে জালনোটের ব্যবসা করার অভিযোগে মামলাও রয়েছে। এ সংক্রান্তে রাজধানীর বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে।

এছাড়া গত ১৯ জুলাই রাজধানীতে নাইজেরিয়ান নাগরিকসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ(ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শফিকুজ্জামান ওরফে বাচ্চু (২৮), মোঃ জসিম উদ্দিন (৩৭) ও মোঃ লিটন হোসেন (৩২)। এসময় তাদের হেফাজত থেকে ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল, ৩টি সাইড ব্যাগ, বিভিন্ন ব্যাংকের ১৬টি এটিএম কার্ড, ২০ টি চেক বই ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুনায়েদ আলম সরকার গনমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার মাধ্যমে বাংলাদেশের সরল বিশ্বাসী মানুষের নিকট হতে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করিয়াছে মর্মে স্বীকার করে। এ সংক্রান্তে ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে ডিবি গুলশান বিভাগ তদন্ত করছে।