হিরো আলমের ওপর হামলার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
113
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে কারো ইন্ধন আছে কি না, সেটাও দেখা হচ্ছে বলে তিনি জানান।

মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইসের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

গোয়াইন লুইসও হামলার ঘটনা জানতে চেয়েছিলেন। এ সময় মন্ত্রী হামলার ঘটনায় সরকারের অবস্থান ও যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা বর্ণনা করেন।

তিনি বলেন, হামলার ঘটনায় যারাই দোষী তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারা কী উদ্দেশ্যে হিরো আলমের ওপর হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের শেষের দিকে বাদানুবাদে লিপ্ত হন হিরো আলম। আমরা হামলাকারীদের গ্রেপ্তার করছি। ভিডিও ফুটেজ দেখে আমরা সবাইকে ধরবো।

আসাদুজ্জামান খান বলেন, পুলিশ কোনো গাফিলতি করলে আমরা সেটাও দেখবো। হিরো আলমের এই ঘটনা থেকে মেসেজ পাওয়া গেলো যে, আমাদের আরও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে একদল জিতবে একদল হারবে। নেপথ্যে এ ধরনের কাজ (হামলা) করে কারা একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় জানা প্রয়োজন। আমরা তা জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেওয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়াইন লুইস এসেছিলেন। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন; যাতে করে মৃত্যু বন্ধ হয়।

এদিকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, প্রয়োজনে সেনাবাহিনীকে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা হবে।