শ্রীনগরে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার নিমিত্তে যৌথ সভা

0
99

আরিফুল ইসলাম শ্যামল: “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মুন্সীগঞ্জের শ্রীনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির পরিবার পুনবার্সনে উপজেলাটিকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার নিমিত্তে যৌথ সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান, পাটাভোগ ইউপি হামিদুল্লাহ্ খান মুন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।