খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

0
131

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম- সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দিন মোল্যার নেতৃত্বে এসআই (নি:) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে ১৫/০৭/২০২৩ তারিখ রাত ৮ টা ৫০ মিনিটের সময় বটিয়াঘাটা থানাধীন বিরাট গ্রামস্থ জনৈক এনামুল শেখ এর বসতবাড়ির পশ্চিম পাশে সৈয়দ মার্কেট হতে পশ্চিমপাড়া জামে মসজিদ গামী ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি মোহাম্মদ নজরুল ইসলাম টিপু( ৪৫), পিতা – হরমুজ আলী, স্থায়ী সাং- চুলকাঠি, থানা ফকিরহাট, জেলা- বাগেরহাট, বর্তমান সাং- বিরাট, থানা- বটিয়াঘাটা, জেলা খুলনাকে ধৃত করেন। ধৃতপূর্বক আসামির হেফাজত হতে ২০৮ (দুইশত আট) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬২,৪০০/- (বাষট্টি হাজার চারশত) টাকা। এ সংক্রান্তে এসআই নিরস্ত্র শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।