বছরের প্রথম ছয় মাসে প্রায় ৩০০ শিশুর ডুবে মৃত্যু: ইউনিসেফ

0
118

চলতি বছরের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রথম ছয় মাসে কমপক্ষে ২৮৯ শিশু সমুদ্রে ডুবে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ)। এ সংখ্যাটি ২০২২ সালের প্রথমার্ধে রেকর্ড করা সংখ্যার প্রায় দ্বিগুণ বলছে সংস্থাটি।

শুক্রবার এ তথ্য জানায় সংস্থাটি। অভিবাসী এসব শিশুদের মৃত্যুকে প্রতিরোধযোগ্য অর্থাৎ শিশুদের মৃত্যগুলো ঠেকানো যেত বলে অভিহিত করেছে ইউনিসেফ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংস্থাটির মতে, মূলত বিভিন্ন দেশজুড়ে সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে এসব শিশুরা ভূমধ্যসাগরে এ ধরনের বিপজ্জনক যাত্রা করে থাকে।

অভিবাসন এবং স্থানচ্যুতি সংক্রান্ত ইউনিসেফের বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়া ভেরেনা নাউস বলেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে আনুমানিক ১১ হাজার ৬০০ শিশু ভূমধ্যসাগর পারাপার করেছে, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে দ্বিগুণ।

তিনি আরও বলেন, মধ্য ভূমধ্যসাগরে নৌকাডুবির কারণে সত্যিকারের পরিসংখ্যান বেশি হতে পারে। কারণ সেখানে ডুবে যাওয়া অনেক নৌকার কেউ বেঁচে নেই বা রেকর্ড করা হয়নি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় ঝুঁকিপূর্ণ রুটগুলোতে প্রায় তিন হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছে, যা ২০১৭ সালের পর এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।