দিন দিন বাড়ছে হিজলায় ডেঙ্গু রোগীর সংখ্যা

0
148

পলাশ দাস, হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ পালন করতে আসা লোকজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোববার (৯ জুলাই) একদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৭ জন ডেঙ্গু রোগী।

গত সপ্তাহ থেকে এক দুই জন হলেও গত দুই দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন এরই মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আতঙ্কে রয়েছে ডেঙ্গু রুগীর পরিবার।

অনেক রোগী পাচ্ছে না সিট চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালে বারান্দায় ও মেঝেতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার বলেন ঈদের আগে ডেঙ্গু রোগী কম ছিল। কিন্তু ঈদের পরই রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোববার হাসপাতালে ৭ জন নতুন রোগী এসেছে। ডেঙ্গু পরীক্ষার অনেক মেডিসিন আমাদের ছিল না, তবে আগামীকাল থেকে এই হাসপাতালে ডেঙ্গু রোগের পরিক্ষা করা হবে। তিনি আরো বলেন প্রতিটি পরিবারকে সচেতন এবং সোচ্চার হতে হবে বাড়ির আঙ্গিনা বিল্ডিং এর ছাদ, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।