আজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

0
99

ভারতের পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ শনিবার একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড খোলা থাকায় বন্দরের কার্যক্রম চালু ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। আগামীকাল রবিবার থেকে যথারীতি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাসসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।