ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
172

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:  ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট -২০২৩ অনূর্ধ্ব বালক-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ‌।

শুক্রবার (৭ জুলাই -২০২৩) বিকেল চার ঘটিকার সময় ধামরাই উপজেলার কুশুড়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট -২০২৩ অনূর্ধ্ব বালক-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্হানীয় ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ জুলাই শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট অনুর্ধ-১৭ ফুটবল ফাইনাল খেলা ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়ন বনাম কুশুড়া ইউনিয়নের মধ্যে জাঁকজমকপূর্ণ ভাবে প্রতিদ্বন্দ্বিতায়মূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি ট্রাইব্রেকারে কুশুড়া ইউনিয়ন কে হারিয়ে ধামরাই সদর ইউনিয়ন জয়লাভ করে ধামরাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলা সম্পন্ন হওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা আক্তার,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান,ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ সিরাজ উদ্দিন , উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন (মুক্তা) সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্কুলের শিক্ষক মন্ডলী রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার হাজার দর্শকবৃন্দ। বিজয়ী ধামরাই সদর ইউনিয়নের খেলোয়াড় ও কর্মকর্তাদের ও রানার্স-আপ দলের খোলোয়ার ও কর্মকর্তাদের লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান অতিথি ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। বিজয়ী ও রানার্স আপকে ট্রফি প্রদান করা হয়।