শ্রীনগর হরপাড়ায় বিকল্প সড়কে চরম ভোগান্তি!

0
254

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর-ছনবাড়ি সড়কের হরপাড়া রেল লাইন ওভার ব্রিজের সামনে বিকল্প সড়কটি নাজুক হয়ে পড়ায় যান চলাচলে প্রতিবন্ধতার সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনে টানা বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতার পাশাপাশি কাঁদামাটি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে মাঝে মধ্যে অটোরিক্সা ও মোটরসাইকেল উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। প্রায় ৪ বছর ধরে গুরুত্বপূর্ণ সড়কটির মাত্র ৪০০-৫০০ ফুট বিকল্প রাস্তার এই বেহাল দশায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এতে একদিকে সড়কে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

অপরিদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি চৌরাস্তা ওভারব্রিজ থেকে সার্ভিস লেন পর্যন্ত হরপাড়া বেহাল রাস্তার কারণে দিনের বেশীর ভাগ সময়ই এই অংশে (হরপাড়া) যানজট লেগেই থাকছে।

এর আগে গত ২৫ জুন দুপুরের দিকে সিএমবি’র শ্রীনগর জোনের প্রকৌশলী দেবাশীষ বিহারী সাংবাদিকদের জানিয়েছেন হাইওয়ে সড়কের পাশে যান চলাচলার যে সকল পয়েন্ট আছে সেগুলো রেলওয়ের তত্বাবধানে রয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে আলাপ করবেন তিনি। ঈদের ছুটির আগে এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সড়কটির সচিত্র প্রতিবেন প্রকাশিত হলেও সমস্যা সমাধানের কোন অগ্রগতি হয়নি।

সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথের সড়কটির হরপাড়া রেল লাইন ওভার ব্রিজের নিচ থেকে প্রায় ৫শ’ ফুটের বিকল্প কাঁচা রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। বৃষ্টির পানিতে কাঁচা রাস্তা জুড়ে কাঁদামাটি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। পুরো রাস্তা জুড়ে কাঁদা মাটি জমে বিভিন্ন যানবাহনের চাকা দেবে আটকা পড়তে দেখা যাচ্ছে। এতে ছনবাড়ি হাইওয়ের পশ্চিম পাশটায় জ্যামজট লেগেই থাকছে। এ পরিস্থিতিতে ব্যাটারি চালিত ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি আটকা পড়ে পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কাঁদামাটিতে নষ্ট হচ্ছে পথচারীদের জামাকাপড়।

স্থানীয়রা বলছেন, শ্রীনগর চকবাজার-ছনবাড়ি সড়কটির হরপাড়া নির্মিত বিকল্প রাস্তাটি বেহাল হয়ে পড়ায় পড়েছে। মাঝে মধ্যে রোলার দিয়ে গর্তগুলো ঠিক করতে দেখা গেলেও দুদিন বাদেই ফের সড়ক নাজুক হয়ে পড়ছে। এখন সড়কে বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। পথচারীরা বলেন, অটোরিক্সা ও মোটরসাইকেলের চাকা সড়কের গর্তে দেবে যাচ্ছে। মাঝে মধ্যে এসব যান উল্টে যাত্রীরা আহত হচ্ছেন।

জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কমনা করেছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও ছনবাড়ি-হরপাড়া সড়কের রেলওয়ে ব্রিজের সামনে সড়কের বেহাল সচিত্র তুলে ধরে এর প্রতিকার চাইছেন অনেকে।

আব্দুর রকিব, মো. সুজন, আব্দুল কাদিরসহ অনেকেই বলেন, হরপাড়ায় বিকল্প সড়কটি বেহাল হয়ে পড়েছে। এদিকে সংশ্লিষ্টদের কোন খেয়াল নেই। হরপাড়ায় কয়েকশ ফুট বিকল্প রাস্তা ঠিক করা হলে অন্তত মানুষের ঈদ যাত্রা লাঘব হতো। হরপাড়ায় রেললাইন ওভার ব্রিজের নিচে বিকল্প রাস্তাটি পাকা করণের দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।