সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ

0
222

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সচেতন মুসলিম সমাজ।

সোমবার (৩ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ শুরু এসময় সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে একাত্মতা প্রকাশ করে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি চেয়ে স্লোগান দেন। এরপর মুক্তিযোদ্ধা চত্বরের সামনে বক্তব্য দেন সচেতন মুসলিম সমাজের প্রতিনিধিরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।