ফ্রান্সে মেয়রের বাড়িতে বিক্ষোভকারীদের তাণ্ডব

0
164

ফ্রান্সের বিক্ষোভকারীরা প্যারিসের কাছে এক মেয়রের বাড়িতে তাণ্ডব চালিয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, লে হ্যায় লেসরসের মেয়রের বাড়ির গেটে তাণ্ডবকারীরা গাড়ি চালিয়ে দেন।

তবে রাত দেড়টায় আক্রমণের সময় মেয়র ভিনসেন্ট জেনব্রান বাড়িতে ছিলেন না। তিনি অফিসে ছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, আক্রমণকারীরা গেটে গাড়ি চালিয়ে দেন। গাড়িতে আগুন ধরিয়ে দেন। ওই সময় মেয়রের স্ত্রী ও দুই সন্তান ঘুমে আচ্ছন্ন ছিল।

মেয়রের স্ত্রী সন্তানেরা পলায়নের চেষ্টা করে। কিন্তু তাণ্ডবকারীদের ছোড়া পেট্রলবোমা তাদের গায়ে লাগে। এতে তারা আহত হন।

মেয়র জেনব্রান বলেছেন, ‘এটা কাপুরুষোচিত এবং হত্যাচেষ্টা।’ পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে।