ফ্রান্সে বিক্ষোভ-দাঙ্গা চলছেই, ৫ দিনে ২ হাজার গ্রেপ্তার

0
112

পুলিশের গুলিতে তরুণ নিহতের ঘটনায় ফ্রান্সে আজো চলছে বিক্ষোভ দাঙ্গা। মারসেলসহ বেশ কিছু শহরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।

বিভিন্ন শহরে থেকে ৪২৭ জনকে গ্রেপ্তারের কথা জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। এনিয়ে গত ৫দিনে ২ হাজারের কাছাকাছি গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। রাজধানী প্যারিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শহরের জনপ্রিয় চ্যাম্পস-এলিসিসে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে নিহত তরুণ নাহেলকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় হাজারো মানুষ । প্যারিসের নান্টেরেতে একটি মসজিদে তার জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।