উন্নয়নে নামে সরকার লুটপাট করছে: মির্জা ফখরুল

0
183

ঠাকুরগাঁও: আওয়ামী লীগ উন্নয়নে নামে লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন, যে পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায় সেই পঞ্চদশ সংশোধনী বৈধ নয় । বিচারকদের রায় বিরোধী, সংবিধান বিরোধী এটা পাস করা হয়েছিল যেটা কোনমতেই গ্রহণযোগ্য নয়।

আওয়ামী লীগের আত্মবিশ্বাস কমে গিয়েছে বলেও দাবি করে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের সভানেত্রী বুঝতে পেরেছেন যে তিনি ক্ষমতায় নেই এবং তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। এর আগে তিনি বিএনপি জেলা কার্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।

মিজা ফখরুল আরো অভিযোগ করে বলেন এই সরকার মানুষের মুক্তচিন্তা ভাবনা গুলোকে সমৃদ্ধ করার কোন চেষ্টাই করেনি, তাদের প্রচেষ্টাই ছিল শিক্ষাব্যবস্থাকে অব্যবস্থায় পরিণত করা। আর উন্নয়নের নামে কিছু স্ট্রাকচার তৈরি করে লুটপাট করা।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।