হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষনা

0
140

হিলি প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষনা করেছে বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন, আমদানি-রফতানি কারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বন্দরের ব্যবসায়ী সুত্রে জানা গেছে।

ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি ও রফতানি বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, কোরবানির ঈদ উপলক্ষে ২৭ জুন মঙ্গলবার থেকে আগামী ২জুলাই রবিবার পর্যন্ত বন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরের আমদানি-রফতানি বানিজ্যসহ সকল কার্যক্রম যথারিতি চালু হবে।

তবে বন্দরের বে – সরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন সরকারের ঘোষিত ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, বন্দরের আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনও যদি কোন পাসপোর্ট যাত্রী ভারত -বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে চায়, তাহলে তা পারবে।