শ্রীনগরে বাঘড়া পশুর হাট জমে উঠেছে

0
480

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন কোরবানির পশুর হাটটি জমে উঠেছে। বিভিন্ন জাতের দেশী বিদেশী অসংখ্য গরু-ছাগল নিয়ে বেপারীরা হাটে অবস্থান করছেন। ঈদ যতই ঘনিয়ে আসছে বাঘড়ার অস্থায়ী হাটে লোকসমাগম ততই বাড়ছে। ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে সরব হয়ে উঠেছে পদ্মা নদীর তীর ঘেঁষা বাঘড়ার ঐতিহ্যবাহী অস্থায়ী পশুর হাটটি।

ইজারাদার শফিকুল ইসলাম পান্নু মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় হাটের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এতে করে ক্রেতারা যাতে তাদের পছন্দের কোরবানির পশু কিনে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পশুর হাটটিতে হাসিলের মূল্য ধরা হচ্ছে শতকরা ৬ টাকা।

সরেজমিনে দেখা গেছে, বাঘাড়া বাজার সংলগ্ন পদ্মা নদীর তীর ঘেঁষা বির্স্তীণ জায়গা জুড়ে অস্থায়ী পশুর হাটে বিভিন্ন সাইজের গরু-ছাগল কেনাবেচা হচ্ছে। এ সময় কয়েকজন ক্রেতা বলেন, হাট ঘুরে দেখছি। প্রচুর পরিমানে গরু দেখতে পাচ্ছি। তবে ক্রেতাদের নজর মাঝারি সাইজের গরুর দিকে।

পার্শ্ববর্তী উপজেলা দোহার এলাকার আবু হানিফ নামে এক ক্রেতা বলেন, ১ লাখ ২০ হাজার টাকায় দেশী জাতে একটি ষাড় কিনেছি। হাটের সার্বিক ব্যবস্থাপনা আমার কাছে চমৎকার মনে হয়েছে। ভাগ্যকুল আল-আমিন এলাকার আব্দুর রহিম মিয়া বলেন, ৯০ হাজার টাকায় একটি ষাড় গরু নিয়েছি। পছন্দের কোরবানির গরু কিনতে পেরে হটে ক্রেতারা উল্লাস প্রকাশ করেন।

অপরদিকে নদীপথে খুব সহজেই বেপারীরা ট্রলারযোগে গরু আনছেন বাঘড়া পশুর হাটে। পদ্মা নদীর শাখা খালের পাশেই বাঘড়া পশুর হাটটির অবস্থান। এতে হাটের পাশে খালের বিভিন্ন স্থানে গরুর নৌকাগুলোকে নোঙ্গর করতে দেখা যাচ্ছে। খুব সহজেই শতশত গরু-ছাগল বাঘড়া পশুর হাটে তোলতে পেরে গরুর বেপারীরাও আনন্দ প্রকাশ করেছেন।