থাইল্যান্ডে আটক ১৯ বাংলাদেশি

0
138

অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের পর মালয়েশিয়ায় যাওয়ার পথে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে বৃহস্পতিবার (২২ জুন) ১৯ বাংলাদেশিসহ ২৩ জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটক বাংলাদেশিরা প্রথমে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর সেখান থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া আটক থাই নাগরিকদের চারজনই গাড়িচালক। তারা ওই বাংলাদেশিদের বর্ডারে পৌঁছে দিচ্ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশিরা বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটি চক্র তাদের প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা করে নিয়েছে। প্রথমে তারা বাংলাদেশ থেকে আকাশপথে কম্বোডিয়ায় পৌঁছান। পরে সেখান থেকে বুধবার (২১ জুন) সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর তাদেরকে সামুত প্রাকানে নিয়ে যাওয়া হয়।