ঝিনাইদহে পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক রিফ্রেসমেন্ট প্রশিক্ষণ

0
1118

ঝিনাইদহ প্রতিনিধি: “গতিসীমা মেনে চলি , সড়ক দুর্ঘটনা রোধ করি” এ শ্লোগানে ঝিনাইদহে পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক রিফ্রেসমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সেসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র ঝিনাইদহের সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিয়ার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মোঃ গোলাম মোর্শেদ , সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেদী হাসান, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক প্রকৌশলী এস.এম. সবুজ ও মোটরযান পরিদর্শক প্রকৌশলী তারিক হাসান, বাংলাদেশ পোস্টের ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবির, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ।এসময় জেলার শতাধিক পেশাজীবি গাড়িচালক উপস্থিত ছিলেন।