সামাজে বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে: ওসি আশরাফুল আলম

0
142

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নে বিট পুলিশের উদ্যেগে বড় সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রম-পেশাজীবীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টায় মল্লিকেরবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার সাব্বির আহমেদের সভাপতিত্বে ও তুষার কান্তি মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.আশরাফুল আলম।

সভায় প্রধান অতিথি হুশিয়ারি করে বলেন, সমাজে বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য সকল জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। তিনি এ বিষয়ে সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদস্য তালুকদার মুজিবুর, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খালেক হাওলাদার সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।