রাশিয়ার অস্ত্র গুদাম ধ্বংসের দাবি ইউক্রেনের

0
103

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা দখলকৃত বন্দর শহর হেনিচেস্কেয় রাশিয়ার একটি বড় অস্ত্র গুদাম ধ্বংস করেছে। শহরটি খেরসন অঞ্চলের দক্ষিণে অবস্থিত। সূত্র : আল-জাজিরা

ওডিসার সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাটচুক বলেছেন, আমাদের সেনারা সকালে একটি ভাল কাজ করেছে। তারা অস্থায়ীভাবে দখলকৃত খেরসন অঞ্চলের হেনিচেস্ক জেলার রাইকোভ গ্রামে একটি অস্ত্র গুদাম গুড়িয়ে দিয়েছে। সেখানে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিনি বলেন, এটি ছিল একটি বড় অস্ত্র গুদাম।

অন্য এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেলরাসে রাশিয়ার কৌশলগত পারমানবিক অস্ত্র মোতায়েনের ঘটনা ‘সম্পূর্ণ দায়িত্বহীন কাজ’। ওয়াশিংটনের কাছে এক সেনা ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘আমি আগেও অনেক বার বলেছি যে, বেলরাসে রাশিয়ার কৌশলত পরমাণু অস্ত্র মোতায়েন ‘পুরোপুরি দায়িত্বহীন কাজ।