হিলিতে শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

0
177

হিলি প্রতিনিধি: ”ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে ৬মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান পারুল নাহার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ উপজেলার ৯৭টি অস্থায়ী টিকা দান কেন্দ্রে এই কার্যক্রম চলছে। ৬মাস থেকে ১১মাস বয়সি ১হাজার ৪২জন শিশুকে ১টি করে নীল রঙয়ের ও ১২মাস থেকে ৫৯মাস বয়সি ১০ হাজার ১২জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সেখানে সহকারি কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা.কামরুন্নাহার আজাদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সকাল থেকে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।