সাংবাদিক নাদিম হত্যা: রোববার ৯ জনের রিমান্ড শুনানি

0
158

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় নয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় বলে জানান আদালত পরিদর্শক মো. মফিজ উদ্দিন।

পরে বিচারক তানভীর আহমেদ রিমান্ডের শুনানির জন্য রোববার দিন রাখেন আর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পরিদর্শক।

আসামিরা হলেন- বকশীগঞ্জের উত্তর বাজারের মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়ার মো. মিলন (২৫), নামাপাড়ার মো. তোফাজ্জল (৪০), একই এলাকার মো. আইনাল হক (৫৫), মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চরের মো. ফজলু মিয়া (৩৫), একই এলাকার মো. শহীদ (৪০), মোল্লাপাড়ার মসজিদ পাড়ার মো. মকবুল (৩৫), সরদার পাড়ার মেরুরচরের মো. ওহিদুজ্জামান (৩০)।

গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম।

পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজেও উপস্থিত ছিলেন।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান বাবু পালিয়ে ছিলেন। পরে শনিবার তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।