যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারক হলেন নুসরাত

0
143

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে ফেডারেল বিচারক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত নুসরাত চৌধুরী।

মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। নুসরাতকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে ৫০-৪৯ ভোটে নির্বাচিত করা হয়েছে।

৪৬ বছর বয়সী নুসরাত যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাওয়া আইনজীবীদের সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন।

সংগঠনটির হয়ে দেশের জাতিগত বৈষম্য ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করেছেন। শিক্ষাজীবনে নুসরাত কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইয়েল ল’ স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রী নেন।