সুন্দরগঞ্জে দেড় কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২

0
105

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দেড় কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় মোনারুল ইসলাম মোনা (৪০) ও মাইদুল ইসলাম মিন্টু (২৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আতোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী (ছনেরপাড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোনারুল ইসলাম মোনার বাড়ি অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছে ও মাইদুল ইসলাম মিন্টুর হেফাজতে থাকা দেড় কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।