বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেনকে বিদায় সংবর্ধনা

0
110

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিকদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ই জুলাই) বেলা ১১টার দিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালী পদ রায়, মুক্তিযোদ্ধা মো.আজিজুল আহম্মেদ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় প্রদানের মাধ্যমে বিদায় জানান সাংবাদিক দশরথ রায় বাবুল, আব্দুল রাজ্জাক, মীর কাশেম লালু, মো.আরমান আলী, রেজা মোঃ তৌফিক, রনজিৎ সরকার রাজ, উওম শর্মা, বিকাশ ঘোষ, মো. তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, প্রদীপ রায় জিতু, মো. নাজমুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা।

প্রসঙ্গগত, মো.ইয়ামিন হোসেন গত ২০১৮সালের ৩০ অক্টোবর বীরগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বীরগঞ্জ উপজেলায় নিজের কর্মদক্ষতায় সর্বস্থরের মানুষের কাছে প্রশংসিত। ইউএনও মো.ইয়ামিন হোসেনের বদলীতে হতবাক ও আবেগ আপ্লুত বীরগঞ্জবাসী। ইউএনও মো.ইয়ামিন হোসেন বীরগঞ্জে যোগদানের পর থেকেই এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এসেছেন। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধকল্পে উপজেলার বাড়ি বাড়ি গিয়ে গভীর রাত পর্যন্ত ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখায় ব্যাপক প্রশংশীত হয়েছেন তিনি। উল্লেখ্য যে, ইউএনও মো.ইয়ামিন হোসেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী হয়েছেন।